আমাদের ভারত, কাঁকসা, ২৯ অক্টোবর: ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক গৃহবধূর দেহ। পুলিশ জানিয়েছে, মৃত গৃহবধূর নাম অনিমা বারুই (২৬)। ঘটনার পর থেকেই পলাতক গৃহবধূর স্বামী। পশ্চিম বর্ধমানের কাঁকসার বিদবিহারের অজয়পল্লী এলাকার এই ঘটনায় বৃহস্পতিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত গৃহবধূ অনিমা বারুইয়ের বাপের বাড়ি নদীয়ার নবদ্বীপ এলাকায়। বছর ছয়েক আগে দুর্গাপুরের বিদবিহার এলাকার বাসিন্দা প্রদীপ বারুইয়ের বিয়ে হয়। বৃহস্পতিবার সকালে অনিমার ঝুলন্ত দেহ উদ্ধার করে কাঁকসা থানার পুলিশ। এদিন এই ঘটনার পরেই উধাও হয়ে যায় অনিমার স্বামী প্রদীপ বারুই। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঠিক কি কারণে ওই গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হল তার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।