জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ আগস্ট:
বেলদা থানা এলাকার বিনন্দপুর গ্রামে স্বামীর সাথে ঝগড়া করে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হয়েছেন এক মহিলা। স্ত্রীকে বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে গুরুতর জখম হয়েছে স্বামী। বেলদা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাপি সিং ও তার স্ত্রী কটি সিংয়ের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। মঙ্গলবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। আজ সকালে তাদের দু’জনকেই দেখতে না পেয়ে প্রতিবেশীরা বাড়িতে গিয়ে দেখেন ঘরের মধ্যে কটি সিংয়ের পোড়া দেহ পড়ে রয়েছে এবং অন্যদিকে অগ্নিদগ্ধ হয়ে বাপি সিং কাতরাচ্ছে। সঙ্গে সঙ্গে তারা বেলদা থানায় খবর দিলে পুলিশ এসে দু’জনকে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা কটি সিং (৩০) কে মৃত ঘোষণা করেন।
বাপি সিং জানিয়েছেন, স্ত্রী রাতে মদ খাওয়ার পর প্রায়ই অশান্তি করতো সংসারের টাকা পয়সা মদ খেয়ে নষ্ট করত। মঙ্গলবার রাতে এই নিয়ে সমস্যা হয়েছিল। এরপর নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকির পর দরজা না খোলায় আমি দরজা ভাঙ্গার চেষ্টা করতেই সে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তে তার সারা শরীর দাউ দাউ করে জ্বলতে থাকে। দুই হাত দিয়ে তার আগুন নেভানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। পুলিশ বাপিকে জিজ্ঞাসাবাদ করার পর ঘটনার তদন্ত শুরু করেছে। দায়ের করা হয়েছে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা। কটি সিংয়ের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।