সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২০ সেপ্টেম্বর: স্বামীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্ত্রী সহ শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে। তদন্তে নেমে পুলিশ স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। মৃতের নাম সঞ্জয় সরকার (৪২)। বনগাঁ থানার ঢাকা পাড়ার বাসিন্দা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার গাতি এলাকায়।
সঞ্জয়ের পরিবারের দাবি, তাকে খুন করে ঝুলিয়ে দিয়েছে শ্বশুর বাড়ির লোকেরা। এই ঘটনায় সঞ্জয়ের স্ত্রী স্বপ্না সরকার ও শাশুড়ি লক্ষ্মী হালদারকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৩ বছর আগে সঞ্জয়ের সঙ্গে বিয়ে হয় গাইঘাটার গাতির বাসিন্দা স্বপ্না সরকার হালদারের। তাদের সংসারে ১১ বছরের একটি ছেলে রয়েছে। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই ছিল। অশান্তির জেরে একসময়ের সঞ্জয় বাড়ি ছেড়ে ভিন রাজ্যে কাজে চলে যান। সেখান থেকে শুক্রবার তিনি বাড়িতে আসেন।
পরিবারের দাবি, সঞ্জয় বাড়ি আসার পরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হয় এবং স্বপ্না তার বাবার বাড়ি গাতিতে চলে আসেন। শুক্রবার সঞ্জয়ের স্ত্রী তাকে ফোন করে শ্বশুর বাড়িতে ডাকেন। পরবর্তীতে রবিবার সকালে শ্বশুর বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সঞ্জয় পরিবারের দাবি, তার শ্বশুর বাড়ির লোকেরা বাড়িতে ডেকে তার উপরে অত্যাচার চালায় এবং খুন করে ঝুলিয়ে দিয়েছে। সঞ্জয়ের পরিবার আরও দাবি করেন, স্বপ্নার অবৈধ সম্পর্ক ছিল। প্রায়ই দু’জনের মধ্যে তা নিয়ে ঝামেলা হতো।
রবিবার এ বিষয়ে গাইঘাটা থানায় সঞ্জয়ের দাদা প্রদীপ সরকার সঞ্জয়ের স্ত্রী, শ্বশুর-শাশুড়ি ও শালা বউয়ের নামে খুনের অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে স্ত্রী স্বপ্না সরকার (হালদার) ও শ্বাশুড়ি লক্ষ্মী হালদারকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সঞ্জয়ের পরিবার।