স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৪ ফেব্রুয়ারি: বিশ্ব প্রেমদিবসের দিনে প্রেমকে সাথে নিয়ে স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার হাতিসালায়। মৃত ব্যক্তির নাম ইজারুল শেখ(৩৫)। সোমবার সকালে তার দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় স্ত্রী বিউটি বিবিকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, হাতিসালার বাসিন্দা পেশায় কৃষক ইজারুল শেখের স্ত্রী বিউটি বিবির সাথে জনৈক এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। অভিযোগ, এই নিয়ে ইজারুলের সাথে প্রায়শই ঝগড়া হত স্ত্রী বিউটির। অভিযোগ, শুক্রবার সকালে প্রেমিককে সাথে নিয়ে স্বামী ইজারুলকে শ্বাসরোধ করে খুন করে বিউটি। পরে এই খুনের খবর জানাজানি হতে গ্রামবাসীরা স্ত্রী বিউটি বিবিকে পুলিশের হাতে তুলে দিয়েছে। তবে ঘটনায় এখনো পলাতক বিউটির প্রেমিক।তার সন্ধান চালাচ্ছে পুলিশ।