দেশের অন্য ২২টি রাজ্যের মতো কেন পেট্রোপণ্যে কর কমাচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার? মমতাকে পাল্টা দিলেন সুকান্ত

আমাদের ভারত, ৭ এপ্রিল: পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ শানালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, দেশের অন্য ২২টি রাজ্যের মতো কেন পেট্রোপণ্যের কর কমাচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার? মুখ্যমন্ত্রীকে আগে নিজের করনীয় পদক্ষেপ করার পরামর্শ দেন সুকান্ত মজুমদার।

বৃহস্পতিবার নবান্নে মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে ডাকা বৈঠকে মুখ্যমন্ত্রী পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির জন্য কেন্দ্রকে আক্রমণ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় সরকার সিবিআইকে রাজনৈতিক নেতাদের বাড়িতে হানা দিতে বলে, কিন্তু অত্যাবশ্যকীয় পণ্যআইন ব্যবহার করে মজুদদারির বিরুদ্ধে তারা হানা দিতে বলে না কেন?

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোলা অভিযোগের পাল্টা দিতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “মুখ্যমন্ত্রীর নাটক করছেন। সত্যিই যদি উনি দাম কমাতে চাইতেন তাহলে পেট্রোল, ডিজেলকে জিএসটির আওতায় আনার সিদ্ধান্তকে সমর্থন করতেন।” পেট্রোপন্যের মূল্যবৃদ্ধি রোধে সুকান্ত মজুমদার রাজ্য সরকারের দিকে অভিযোগ আঙ্গুল তুলে বলেন, “দেশের ২২টি রাজ্য পেট্রোল ডিজেলের উপর কর ছাড় দিয়েছে। মুখ্যমন্ত্রীর উচিত কর ছাড় দিয়ে অন্যকে উপদেশ দেওয়া।”

এদিনের বৈঠকে রাজ্যের আমলাদের “সুফল বাংলা” স্টল বাড়ানোর নির্দেশ দেন মমতা। একই সঙ্গে ওই স্টল থেকে ভর্তুকিতে ফল সবজি বিক্রির নির্দেশ দেন। মাছ ডিম মাংসের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে জোর দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *