আমাদের ভারত, ৩০ জানুয়ারি: ক্ষমতায় আসার আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল পদ্ম শিবির তার বেশিরভাগটাই সম্পন্ন হয়েছে বলে দাবি মোদী সহ দলের নেতাদের। সামনেই ২০২৪- এর লোকসভা ভোট, আর ভোট প্রচারে তাদের অন্যতম স্লোগান মোদী গ্যারান্টি। কিন্তু এই গ্যারান্টির নেপথ্যে কোন শক্তি কাজ করছে? অযোধ্যাকে সাক্ষী রেখে শনিবার বিকেলে তারই ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী।
২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন ঘিরে অযোধ্যায় এখন সাজো সাজো রব। ঢেলে সাজানো হচ্ছে গোটা শহর। তৈরি হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর, অযোধ্যা ধাম রেল স্টেশন। নতুন করে সাজানো হচ্ছে রাম নগরীকে। শনিবার প্রধানমন্ত্রীর হাতে এই নবনির্মিত বিমানবন্দর ও নতুন রেল স্টেশনের উদ্বোধন হয়েছে। সেই উদ্বোধনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এলো মোদী গ্যারান্টির কথা।
তিনি বলেন, মোদীর গ্যারান্টিতে এত শক্তি কেন? কারণ মোদী যা বলে তা করতে জীবন উৎসর্গ করে দেয়। দিনরাত এক করে দেয়। এই অযোধ্যা মোদী গ্যারান্টির সাক্ষী। প্রধানমন্ত্রী বলেন, দেশের জন্য আমাদের নতুন সংকল্প নিতে হবে। নিজেদের মধ্যে নতুন শক্তি সঞ্চার করতে হবে। তিনি বলেন, “অযোধ্যার এই পবিত্র মাটি থেকে আমি ১৪০ কোটি দেশবাসীকে অনুরোধ করছি, ২২ জানুয়ারি প্রত্যেকে নিজেদের ঘরে শ্রীরাম জ্যোতি প্রজ্বলন করুন। সেদিন সন্ধ্যায় যেনো গোটা দেশ ঝলমল করে ওঠে। রাম মন্দিরের উদ্বোধনে হয়ে গেলে সেখানে প্রচুর মানুষ আসবেন সে কথা মাথায় রেখে হাজার হাজার কোটি টাকা খরচ করে। অযোধ্যা শহরকে স্মার্ট অযোধ্যার রূপ দিচ্ছে সরকার। এখন অযোধ্যা ধাম স্টেশনের ১০ থেকে ১৫ হাজার মানুষের যাতায়াতের জায়গা আছে। এখানকার কাজ সম্পূর্ণ হলে সেখানে ৭ হাজার মানুষ যাতায়াত করতে পারবেন। মোদীর দাবি, এই ভারত ঐতিহ্য ও নতুনত্বের মেলবন্ধন। অযোধ্যা তার প্রমাণ। নিজেদের শিকড়কে ভুলে গেলে চলবে না।
মোদীর দাবি, অযোধ্যায় রামলালা আগে তাঁবুতে থাকতেন। এখন তিনি পাকা ঘর পেলেন। তবে শুধু রাম লালা নন, দেশের ৪ কোটি গরিব মানুষ পাকা ঘর পেয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, কাশী বিশ্বনাথ ধামের সংস্কার যেমন হচ্ছে, কেদারনাথ ধাম যেমন নতুন করে সাজছে, তেমন দেশে ৩১৫ টি নতুন মেডিকেল কলেজ গড়ে উঠেছে। আমরা চাঁদ, সূর্য, সমুদ্র, সমুদ্রের গভীর গবেষণা করছি। আজকের ভারতের প্রতিচ্ছবি অযোধ্যায় দেখা যাবে। আজ এখানে প্রগতির উৎসব হচ্ছে, কয়েক দিন বাদে এখানে পরম্পরা উদযাপন হবে। এভাবে একুশ শতকে ভারত সেরা হবে।

