Modi, BJP, Music Video, Campaign, কেন দেশের মানুষ মোদীকেই চায়, মিউজিক ভিডিও করে প্রচারে নামল বিজেপি

আমাদের ভারত, ২৫ জানুয়ারি: লোকসভা ভোট দরজায় কড়া নাড়ছে। ফলে প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলিও। কোমর বেঁধে প্রচারে নেমেছে ভারতীয় জনতা পার্টিও। প্রচারের জন্য বৃহস্পতিবার বিজেপির তরফে একটি মিউজিক ভিডিও প্রকাশ করা হলো। যেখানে বর্ণনা করা হয়েছে কেন দেশের মানুষ নরেন্দ্র মোদীকেই পছন্দ করেন ও তাকেই বেছে নেন।

২ মিনিট ১০ সেকেন্ডের গানটির নাম “তাবহি তো সব মোদী কো চুনতা হ্যায়”। গানের শুরুতেই বর্ণনা করা হয়েছে বছরের পর বছর বেহাল দশায় পড়ে থাকা দেশ উন্নয়নের গতি পেয়েছে মোদী নির্বাচিত হয়ে আসার পর। নরেন্দ্র মোদী নির্বাচনে জিতে আসার পরেই মানুষকে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেন। উন্নত দেশের এতদিন স্বপ্ন থাকলেও তা পূরণ করেছেন মোদী। বাড়িতে বাড়িতে পৌঁছেছে বিদ্যুৎ, জল, গ্যাসের সংযোগ। নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থানের মত যাবতীয় প্রতিশ্রুতি পূরণ করেছেন প্রধানমন্ত্রী।

গানে বলা হয়েছে, নরেন্দ্র মোদীর কাছে সর্বদা অগ্রগণ্য দেশের মানুষ, সাধারণ জনতা। ওই মিউজিক ভিডিওর মাধ্যমে এই সমস্ত কিছু তুলে ধরা হয়েছে বিজেপির তরফে।

নিজের আত্মপ্রচারের বদলে সরকারের কাজকে বরাবর গুরুত্ব দিয়েছেন মোদী, তাই রাষ্ট্র নেতারাও তাঁর কথা শোনেন। দুর্নীতি, কালো টাকার বিরুদ্ধেও বিরাট অভিযান চালিয়েছে মোদী সরকার। সে কথার উল্লেখ রয়েছে ভিডিওতে। বন্দে ভারত এক্সপ্রেস, চাঁদের মাটিতে চন্দ্রযান ৩-র অবতরণ মোদী সরকারের সাফল্য হিসেবে তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনকল্যাণমূলক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে যুব সমাজ আত্মনির্ভর হয়ে উঠেছে বলে উল্লেখ করা হয়েছে ভিডিওতে। প্রধানমন্ত্রী মোদীর সফল বিদেশ নীতির কারণে ভারত বর্তমানে বিশ্বমঞ্চে শীর্ষস্থানে উঠে এসেছে বলে দাবি করা হয়েছে ভিডিওতে।

https://x.com/ANI/status/1750400631389753805?s=20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *