আমাদের ভারত, ১৫ অক্টোবর: শনিবার আমেদাবাদে একেবারে ছিনিমিনি খেলার মত করেই পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ভারত। প্রথমে ১৯১ রানে পাকিস্তানকে অলআউট করেছে টিম ইন্ডিয়া। তারপর ১১৭বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে বিরাট জয় ছিনিয়ে নিয়েছে ভারত। ফলে উল্লাসে মেতে উঠেছে গোটা দেশ। কিন্তু এত কিছুর পরেও রাহুল গান্ধীর কোনো মন্তব্য বা সোশ্যাল মিডিয়ায় কেন কোন পোস্ট নেই? তা নিয়ে প্রশ্ন তুলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
ভারতের ম্যাচ জয়ের একদিন পর হেমন্ত টুইট করে লেখেন, “গতকাল বিশ্বকাপের ম্যাচে ভারত পাকিস্তানকে হারিয়েছে। গোটা দেশ তাতে আনন্দ উৎসব করছে। এই জয়কে উদযাপন করছে। কিন্তু মহব্বত কি দুকান থেকে একটি শব্দ পেলাম না। এখন নীরব কেন?” পোস্টে রাহুল গান্ধীর নাম না উল্লেখ করলেও তার ব্যবহৃত মহব্বত কি দুকান শব্দবন্ধ থেকেই এটা স্পষ্ট হয়ে গেছে হিমন্ত কংগ্রেসের প্রাক্তন সভাপতিকেই কটাক্ষ করেছেন।
শনিবার ভারতের পাক বিজয়ের পরে কংগ্রেসের সরকারি এক্স হ্যান্ডেল থেকে টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানানো হয়। কংগ্রেসের অন্যান্য নেতারাও ভারতীয় দলকে শুভেচ্ছায় ভরিয়ে দেন। শুধুমাত্র রাহুলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলিতেই কোনো রকম পোস্ট হয়নি। আর সেটাকেই নিশানা করতে ছাড়েননি হিমন্ত। রাহুলকে কোনঠাসা করার কোনো সুযোগই হাতছাড়া করেন না অসমের মুখ্যমন্ত্রী।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমেদাবাদে ভারতীয় দলের দুর্দান্ত পারফরমেন্স গোটা দেশের অনবদ্য পারফরমেন্সের উপর ভর করে এই জয় এসেছে। ভারতীয় দলকে শুভেচ্ছা। আগামী ম্যাচগুলির জন্য শুভেচ্ছা।

