আমাদের ভারত, ৩০ আগস্ট: আরজিকরে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে শুক্রবার ধর্মতলার ধর্নায় বসেছে বিজেপি। ডোরিনা ক্রসিং- এর ধর্না মঞ্চ থেকে একাধিক প্রশ্ন তুলে সরব হয়েছেন বিজেপির রাজ্যে সভাপতি সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রী জানতে চেয়েছেন কেন মিনিটে মিনিটে চাদরের রং পরিবর্তন হয়েছে? কী ঢাকার চেষ্টা চলছে?
বিজেপির ধর্না মঞ্চ থেকে এদিন বিকেলে পুলিশকে বিঁধে সুকান্ত মজুমদার বলেন, কখনো শোনা যাচ্ছে লাল রংয়ের চাদর ছিল। কখনো শোনা যাচ্ছে নীল রঙের চাদর ছিল। মিনিটে মিনিটে এত চাদরের রং কেন পরিবর্তন হচ্ছে? কী ঢাকার চেষ্টা চলছে? ময়না তদন্তের রিপোর্টের প্রসঙ্গ তুলে তিনি বলেন, পরিষ্কার করে লেখা ছিল যৌনাঙ্গে ফোর্স করা হয়েছে। ময়না তদন্তের দলে দু’জন মহিলা ডাক্তার ছিলেন। তাদের জোর করা হয়েছিল যেনো এই লেখা উল্লেখ না করা হয়। তারা বলেছিলেন এই দুই লাইন যদি না লেখা হয় রিপোর্টে সই করবেন না। আমি দুই চিকিৎসককে স্যালুট জানাই।
তিনি আরো বলেন, চিকিৎসা পরিষেবার মত গুরুত্বপূর্ণ ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে করে নষ্ট করে দিলেন, কেননা তার ঘনিষ্ঠ একজন চিকিৎসক এর সঙ্গে জড়িত। তাকে বলেই দিয়েছেন যেমন তেমন করে লুটেপুটে খা। আমরা অবাক হয়ে যাচ্ছি।
মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভুয়ো ডিগ্রির প্রসঙ্গ তুলে সরাসরি তার অভিযোগ, রাজ্যজুড়ে যে চক্র চলেছে তার ভাগ সবাই তো পান, এমনকি কালীঘাট পর্যন্ত সেই ভাগ পৌছে যায়।