আমাদের ভারত, ৮ সেপ্টেম্বর: মুক্ত মন্তব্যের জেরে অশ্লীল নানা সমালোচনার মুখে পড়ে মুসলমানদের নিয়ে সামাজিক মাধ্যমে কড়া কথা লিখলেন লেখিকা তসলিমা নাসরিন। বৃহস্পতিবার রাতে পোস্ট করার ১৪ ঘন্টা বাদে শুক্রবার বেলা সাড়ে ১১টায় লাইক, মন্তব্য ও শেয়ারের সংখ্যা হয়েছে যথাক্রমে ৫ হাজার ২০০, ১ হাজার ৯০০, ও ১৩৭।
তসলিমা লিখেছেন, “আজ সকালে সাধন বিশ্বাস তাঁর ফেসবুকে লিখেছিলেন, ” মন্দির, মসজিদ বা গির্জায় একটা ডিম দিয়ে আসা হবে। ভক্তরা দেখুন না, ‘সৃষ্টিকর্তা’কে বলে। একটা মুরগির বাচ্চা তৈরি করতে পারে কিনা! ‘ আমার তাৎক্ষণিক উত্তর ছিল, ”সৃষ্টিকর্তাকে তখন মুরগি হয়ে ওই ডিমে তা দিতে হবে। তাকে তো মুরগি বানানো সহজ।” ব্যস, শত শত লোক আমার ওপর গালি বর্ষণ শুরু করলো। অকথ্য সব গালি– সবই যৌ না ঙ্গ বিষয়ক। লোকগুলো কিন্তু সকলেই মুসলমান।
কোনও হিন্দু, কোনও খ্রিস্টান কিন্তু ক্রোধে উন্মাদ হয়নি, যদিও প্রশ্নটিতে শুধু মসজিদ নয়, মন্দির এবং গির্জার উল্লেখও ছিল। মুসলমানের ক্রোধ এত বেশি কেন, তাদের যুক্তি তর্কের ক্ষমতা এত কম কেন, রসবোধ একেবারেই নেই কেন, গালিতে কেবল যৌ না ঙ্গের ছড়াছড়ি কেন, অসভ্যতা আর অশ্লীলতা এত ভয়ঙ্কর কেন, ভায়োলেন্সের আগ্রহই বা এত প্রবল কেন, এ নিয়ে গবেষণা হলে কি শুধুই অশিক্ষা আর কুশিক্ষাই পাওয়া যাবে, অন্য কিছু নয়?” মন্তব্যের সিংহভাগেই তসলিমাকে সমর্থন করা হয়েছে।