আমাদের ভারত, ১৪ অক্টোবর: “যারা সিবিআই চাই বলে নাচছিল, সিবিআই- এর প্রথম চার্জশিট এখন তারা মানতে চাইছে না কেন?
সোমবার এক্স বার্তায় এই প্রশ্ন তুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি লিখেছেন, “সঞ্জয় রায়কে কলকাতা পুলিশ ধরেছিল। ধর্ষণ ও খুনের মূল ঘটনায় তাকেই চার্জশিট দিয়েছে সিবিআই। তদন্ত চলছে। কিন্তু ডাক্তারদের একাংশ এবং কয়েকটি রাজনৈতিক দল ‘একা সঞ্জয় নয়’ বলে বিষয়টা গোলাতে নেমেছে, যেখানে তদন্ত এখনও চলছে। প্রশ্ন, সঞ্জয়ের উপর থেকে ফোকাস সরাতে চাইছে কারা? সঞ্জয়কে আড়াল করে জনমানসে ‘একা অপরাধী নয়’ সাজাচ্ছে কারা, কোন স্বার্থে?”
এর আগে অপর একটি এক্স বার্তায় তিনি লিখেছেন, “আবার নতুন নাটক জুনিয়র ডাক্তারদের একাংশের। এতদিন ছিল We want CBI. এখন বলছে, সিবিআই চার্জশিট মানি না। কেন একজনকে? যাকে পুলিশই ধরেছে। ওরা নাকি রাজভবন যাবে। ইয়ার্কি হচ্ছে? যে জুনিয়র ডাক্তাররা ময়নাতদন্ত সংক্রান্ত নথিতে সই করে মান্যতা দিয়ে পরে চেপে গিয়ে বিপ্লবে, এবার আগে তাদের গ্রেপ্তার করে জেরা করুক সিবিআই। কাদের কথায় অবস্থান বদল? নিজেদের ইচ্ছেমত তদন্ত, কোর্ট চালাবে এরা? ভেবেছে কী? সিবিআইয়ে, পরবর্তী চার্জশিট পর্যন্ত অপেক্ষা করছে না। এরা ন্যায় বিচার চায় না। নির্দিষ্ট রাজনৈতিক অঙ্কে অরাজকতা চায়।”