আমরা ওরা সমস্যা! বাজেটে কেন বাংলা বঞ্চিত? অভিষেককে জবাব দিলেন সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ২ ফেব্রুয়ারি:
মোদী সরকারের বাজেট ভোট মুখী বিহারের জন্য রয়েছে একাধিক ঘোষণা। সেখানে বাংলার জন্য বড় কিছু শোনা যায়নি। রাজ্যের শাসক দলের তরফে বলা হচ্ছে, বাংলাকে বঞ্চনা করা হয়েছে। এর পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর মন্তব্য রাজ্যের অসহযোগিতার জন্যই কোনও প্রজেক্ট পায়নি বাংলা।

এবারের বাজেটে বিহারের জন্য একাধিক ঘোষণা করা হয়েছে। খাদ্য প্রক্রিয়াকরণকে প্রমোটের জন্য বিহারকে ফোকাস করা হবে। আইআইটি পাটনাকে আরো আর্থিক সাহায্য করা হবে যাতে তার প্রসার ঘটে। বিহারে মাখানা বোর্ডের ঘোষণা করা হয়েছে। এর ফলে মাখানা কৃষক ও মাখনা ব্যবসায়ীরা উপকৃত হবেন। পাটনা বিমানবন্দরের উন্নয়নের পাশাপাশি তিনটে নতুন এয়ারপোর্ট করা হবে। অর্থমন্ত্রী জানিয়েছেন, মাখানা উৎপাদন প্রক্রিয়াকরণ মূল সংযোজন ও বাজারজাতকরণের জন্য মাখনা বোর্ড প্রতিষ্ঠিত হবে। এই কাজে নিয়োজিত ব্যক্তিদের এসপিও হিসেবে সংগঠিত করা হবে। মাখনা বোর্ড কৃষকদের সহায়তা ও প্রশিক্ষণ সহায়তা প্রদান করবে। তারা যাতে সমস্ত প্রাসঙ্গিক সরকারি প্রকল্পের সুবিধা পায় তা নিশ্চিত করার জন্য কাজ করবে।

আর এই ইস্যুতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মোদী সরকারকে বিঁধেছেন। তিনি বলেছেন, বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বাংলা বঞ্চিত। আগেও ছিল এবার প্রমাণিত হলো। তাঁর কথায়, বাজেটে সাধারণ মানুষের জন্য কিছুই নেই। বিহারে নির্বাচনকে মাথায় রেখে সবকিছু বিহারকে দেওয়া হয়েছে। বিজেপি সরকার আসার পর বাংলার জন্য কিছুই দেওয়া হয়নি।

এর পাল্টা সুকান্ত মজুমদার বলে, “দেখবেন কেন্দ্রীয় প্রকল্প ধনধান্য কৃষি যোজনা বাংলা সরকার বাস্তবায়ন করছে না। যারা সব সময় মারামারি করে তাদের প্রজেক্ট দিয়ে কি করবেন? ওড়িশায় তো আগে বিরোধীদলের সরকার ছিল ওরা তো প্রজেক্ট পেয়েছিল। আমি সেই জন্য পশ্চিমবঙ্গের সব নেতাদের বিশেষ করে শাসক দলের নেতাদের বলছি, আপনারা লড়াই করুন মারামারি করুন কিন্তু সেটা নির্বাচন পর্যন্ত। নির্বাচনের পরে উন্নয়ন শেষ কথা। এখানে আমরা-ওরা করা উচিত নয়। বিজেপি করে বলে আপনারা একটা ঘর দিচ্ছেন না আর আশা করেন কেন্দ্র প্রজেক্ট দেবে?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *