আমাদের ভারত, ৫ এপ্রিল: শনিবার ঢাকার তেজগাঁও কলেজের শিক্ষিকা লতা সমাদ্দারকে পুলিশি হেনস্থার মুখে পড়তে হয় কপালে টিপ পরার কারণে। সেই প্রশ্নের প্রতিবাদ জানালে লতাকে অত্যন্ত অশ্লীল ভাষায় কটূক্তি করা হয়। পুলিশ কর্মী পরবর্তীতে তার গায়ের উপর দিয়ে মোটরসাইকেল পর্যন্ত চালিয়ে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। এই ঘটনায় আহত হয়েছেন ওই অধ্যাপিকা।
এই ঘটনা নিয়ে সরগরম প্রতিবেশী দেশ। বাংলাদেশের আমজনতা থেকে তারকা সবাই প্রতিবাদে সামিল হয়েছেন। প্রতিবাদের ঢেউ উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অধ্যাপিকার দায়ের করা জিডির কপি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। লতা সমাদ্দারের সমর্থনে এগিয়ে এসেছেন অসংখ্য নারী এবং পুরুষ। শুধু মেয়েরাই নয়, টিপ পরা ছবি ফেসবুকে পোস্ট করেছেন পুরুষেরাও। অভিনেত্রী রাফিয়াত-রশিদ-মিথিলাও প্রতিবাদ করেছেন এই ঘটনা নিয়ে।
ফেসবুকে একটি সাদা কালো ছবি পোস্ট করেছেন সৃজিত ঘরনী মনোক্রোম ছবিতে জ্বলজ্বল করছে কপালে লাল টিপ হাতে বন্দুক উঁচিয়ে রয়েছেন। মিথিলার ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, আমার টিপ নিয়ে কোনও কথা নয়, আমার স্বাধীনতা নিয়ে কোনও কথা নয়, যদি থাকে আমার আগুনে নিশ্চিহ্ন হবার ভয়… পৃথিবীটা তোমার একার নয়।
এই বিতর্ক আছড়ে পড়েছে বাংলাদেশের সংসদেও। সংরক্ষিত নারী আসনের সাংসদ সুবর্ণা মুস্তাফা সংসদে দাঁড়িয়ে প্রশ্ন করেন, কোন আইনে লেখা আছে নারী টিপ পরতে পারবে না?