Supreme Court, SSC, দাগী শিক্ষকদের তালিকায় নাম এতো কম কেন? এস এস সিকে প্রশ্ন করলো সুপ্রিম কোর্ট

আমাদের ভারত, ১ সেপ্টেম্বর: দাগী শিক্ষকদের তালিকা নিয়ে প্রশ্ন তুলল এবার দেশের শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার প্রশ্ন, দাগী শিক্ষকদের নামের তালিকায় নাম এত কম কেন? এর জবাব দিয়েছে কমিশন।

শনিবার রাতে অযোগ্যদের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। সে তালিকায় ১০৮৬ জনের নাম রয়েছে। তাতে রয়েছে শাসক দলের অনেক নেতা নেত্রী বা নেতা ঘনিষ্ঠদের নাম। তবে এই তালিকার বাইরে কি আর কোন অযোগ্য চাকরি প্রার্থী নেই? সে প্রশ্ন তুলে সরব হয়েছিলেন আইনজীবী ফিরদৌস শামিম। শামিমের মতো অযোগ্যদের তালিকায় প্রায় পাঁচ থেকে ছয় হাজার জন রয়েছে বলে দাবি করেছেন একাধিক বিজেপি নেতৃত্ব।

এসএসসি নিয়ে একের পর এক মামলা চলছে সুপ্রিম কোর্টে। নতুন করে যে পরীক্ষা নেওয়া হচ্ছে সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেও মামলা হয়েছে শীর্ষ আদালতে। সোমবার চলছিল তেমনি একটি মামলা বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে। সেখানে শুনানির সময় আদালত বলে অনেক চিহ্নিত দুর্নীতিগ্রস্থদের নাম তালিকায় নেই। বিষয়টি খতিয়ে দেখতে বলা হয় কমিশনকে।

এরপর বিচারপতি সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ প্রশ্ন করে, সিবিআই- এর তালিকায় আরো অনেক বেশি নাম ছিল। এখানে এত কম নাম কেন? পাল্টা কমিশনের জবাব, সিবিআই তালিকায় যাদের নাম ছিল সেই তালিকার সবাইকে নিয়োগ করা হয়নি। যে দাগীরা নিযুক্ত হয়েছিল এই তালিকায় শুধু তাদের নাম আছে।

এর আগে বিচারপতিদের বেঞ্চ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বার বার সতর্ক করেছিল নতুন পরীক্ষায় যেন কোনো অযোগ্য বসতে না পারে। আজ আরো একবার এই শুনানিতেও কমিশনকে এই বিষয়ে সতর্ক করলো শীর্ষ আদালত।

আদালত কড়া বার্তা দিয়ে বলেছে, কোনো অযোগ্য যেন পরীক্ষায় বসতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে এখন কমিশনের আইনজীবী সেদিকে নজর রাখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *