Tathagata, Leftists, “ভারতীয় বামপন্থীরা এমন উচ্ছিষ্টভোজী কেন,” প্রশ্ন তথাগতর

আমাদের ভারত, ২১ অক্টোবর: “ভারতীয় বামপন্থীরা এমন উচ্ছিষ্টভোজী কেন?” মঙ্গলবার এক্সবার্তায় এই প্রশ্ন তুললেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তিনি লিখেছেন, “যে মার্ক্স-লেনিনের জায়গা আজকের পৃথিবীতে ইতিহাসের আস্তাকুঁড়ে, যে মাওকে বিদায় দিয়ে চীন দেঙকে আশ্রয় করে অভাবনীয় উন্নতি করেছে, সেই সব বিগত যুগের নেতাদের ধরে এরা বসে থাকে কেন? কমসে-কম একটা ভারতীয় বামপন্থী নেতাকে নিয়েও তো নাচতে পারে!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *