আমাদের ভারত, ১৩ জানুয়ারি: গঙ্গাসাগর যাওয়ার পথে পুরুলিয়ার কাশীপুর এলাকায় তিন সাধুর আক্রান্ত হওয়ার ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার। বিজেপির তরফে অভিযোগ, প্রথমে পুলিশ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। তারপর বিজেপি নেতারা বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলে ও সরব হলে পুলিশ নড়েচড়ে বসতে বাধ্য হয়। শনিবার কলকাতায় পা রেখে সাধুদের উপরেই আক্রমণের ঘটনায় রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র ভাষায় নিন্দা করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি প্রশ্ন তোলেন রাজ্যে এইরকম পরিবেশ কিভাবে হলো?
কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ ঠাকুর বলেন, এমন পরিবেশ কেন তৈরি হচ্ছে? তুষ্টিকরণের রাজনীতি এই ধরনের পরিবেশ তৈরি করেছে। রাম জন্মভূমি শিলান্যাসের সময় বাংলায় কারফিউ জারির মতো পরিস্থিতি তৈরি করে দেওয়া হচ্ছে। হিন্দুদের আনন্দে সামিল হতে দেওয়া হচ্ছে না। আর এখন তো সাধুদের মারপিট করে তাদের হত্যার চেষ্টা পর্যন্ত করা হচ্ছে বলে অভিযোগ উঠে আসছে।
অনুরাগ ঠাকুর আরো বলেন, রাজ্য সরকার চুপচাপ বসে দেখা ছাড়া কিছুই করছে না। সংবাদমাধ্যম যখন বিষয়টি তুলে ধরে তখন গিয়ে তদন্ত করছে। প্রশ্ন উঠেছে তুষ্টিকরণে রাজনীতি পশ্চিমবঙ্গকে কোথায় নিয়ে যাচ্ছে? হিন্দু বিরোধী চিন্তা ভাবনা কেন তৈরি হচ্ছে?