কেন ৪৩ হাজার পুজো কমিটিকে সরকারি অনুদান? দুটি জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

আমাদের ভারত, ২৪ আগস্ট: রাজ্যের ৪৩ হাজার দুর্গা পুজো কমিটিকে কেন ৬০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়া হচ্ছে? এই প্রশ্ন তুলে দুটি জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজেশ ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই মামলা গ্রহণ করেছে।

মামলাকারীদের আবেদন সরকারি অনুদানের এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে আদালত নির্দেশ দিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের পুজো কমিটিকে অনুদানের ঘোষণার বিরোধিতা করে বেশ কয়েকটি প্রশ্ন তুলেছেন মামলাকারীরা। আদালতের নির্দেশ মেনে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা না দিয়ে কেন পুজোয় অনুদান দেওয়া হচ্ছে? প্রশ্ন তোলা হয়েছে রাজ্যে যেখানে বহু মানুষ দুবেলা খেতে পায় না ঠিক মত, পানীয় জল টুকু পায় না সেখানে এত টাকা জনমুখী কোনো কাজে লাগানো যেত না? একইসঙ্গে পুজো কমিটি গুলিকে বিদ্যুতের বিলে ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তারও বিরোধিতা করা হয়েছে।

মামলাকারীদের আবেদন, বৃহত্তর জনস্বার্থে অনুদানের সিদ্ধান্ত প্রত্যাহার করুক রাজ্য। প্রথম মামলার শুনানি শুক্রবার হতে পারে বলে জানা যাচ্ছে। দ্বিতীয় মামলার শুনানি শুক্রবার কিংবা সোমবার হতে পারে বলে জানা গেছে।

সোমবার মুখ্যমন্ত্রী রাজ্যের ৪৩ হাজার দুর্গা পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন। গত দু’বছর পুজো কমিটি গুলিকে রাজ্যের দেওয়া অনুদানের অংক ছিল ৫০ হাজার। আর এবার আর্থিক অনুদানের পাশাপাশি পুজো কমিটি বিদ্যুৎ বিলেও ছাড়ের পরিমাণ বাড়ানো হয়েছে ‌ মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত চূড়ান্ত সমালোচনা করেছে বিরোধীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *