আমাদের ভারত ডেক্স, ২২ অক্টোবর: আজ সন্ধেয় মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস ও সানরাইজ হায়দরাবাদ। দু দলের কাছেই এই ম্যাচ গুরুত্বপূর্ণ। আই পি এলের প্লে অফের দৌড়ে কোন কোন দল থাকবে তা এই ম্যাচের ফলাফল কিছুটা হলেও স্পষ্ট করে দেবে। পয়েন্ট টেবিলে ৮ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আছে রাজস্থান রয়্যালস। ৬ পয়েন্ট পেয়ে ৭ নন্বরে আছে সানরাইজার্স হায়দরাবাদ।
যদিও আগের ম্যাচে ধোনির চেন্নাই সুপার কিংসকে হারিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করছে রাজস্থান। জস বাটলার ছন্দ পেয়েছেন। ধোনির দলের বিরুদ্ধে পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে ৪৮ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। ম্যাচ জেতার পরেই এই ওপেনার বলেছেন টিম ম্যানেজমেন্ট যেখানে চাইবে সেখানেই ব্যাটিং করতে আমি প্রস্তুত। এদিনের হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ জিততে যে তিনি মরিয়া তার কথাতেই সেটা পরিস্কার।
অন্যদিকে টিকে থাকতে হলে এই ম্যাচ জেতা খুবই জরুরি হায়দরাবাদের। প্রথম লেগে রাজস্থানের কাছে ৫ উইকেটে হারতে হয়েছিল ডেভিড ওয়ার্নারের দলকে। তাই এদিন মধুর প্রতিশোধ নিতে তারা বদ্ধপরিকর।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, দুটো দলের ক্ষেত্রেই দেখা তারা খেলা ধরলেও শেষ মুহুর্তে দলকে জেতাতে পারেনি। ফলে দুটি দলের জুনিয়ারদের ক্ষেত্রে এদিন একটা চাপ থেকেই যাবে। শেষ ম্যাচে হায়দরাবাদ নাইট রাইর্ডাসের কাছে সুপার ওভারে হেরে যায়।ফলে এদিন রাজস্থান ও হায়দরাবাদ দুটো দলই কেউ কাউকে জায়গা ছেড়ে দেবেনা। কারণ হারলেই হয়তো আই পি এলের আশা অনেকটা শেষ হয়ে যাবে যে।