কে দেশের সেরা প্রধানমন্ত্রী? কে জনপ্রিয় নেতা? ২৪- এর লোকসভা ভোটের আগে সি ভোটারের সমীক্ষায় উঠে এলো কোন ইঙ্গিত

আমাদের ভারত, ১৭ ফেব্রুয়ারি: স্বাধীন ভারতে দেশের সেরা প্রধানমন্ত্রী কে? বর্তমানে দেশের জনপ্রিয় নেতাই বা কে? এক বছর পেরোলেই লোকসভা ভোট। তার আগে সি ভোটার দেশের মানুষের এই ভাবনা বোঝার চেষ্টা চালালো এক সমীক্ষার মাধ্যমে।

সমীক্ষায় জানার চেষ্টা হয়েছে স্বাধীন ভারতের সেরা প্রধানমন্ত্রী কে? এক্ষেত্রে বিজেপি কংগ্রেসকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছে। এমনকি জনপ্রিয় নেতা বাছাইয়ের ক্ষেত্রেও তাই। সমীক্ষায় অন্যতম প্রশ্ন স্বাধীন ভারতের সেরা প্রধানমন্ত্রীর তালিকায় ছিলেন, জহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, অটল বিহারী বাজপেয়ী, মনমোহন সিং এবং নরেন্দ্র মোদী। এক্ষেত্রে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন নরেন্দ্র মোদী। তারপরই রয়েছে অটল বিহারী বাজপেয়ী। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। প্রায় ৪৭ শতাংশ মানুষ নরেন্দ্র মোদীকে দেশের সেরা প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন। তারপরে ১৬% ভোট পেয়ে দেশের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। কংগ্রেসের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ১২ শতাংশ মানুষ স্বাধীন ভারতের সেরা প্রধানমন্ত্রী বলে মনে করেছেন। সেখানে জহরলাল নেহেরু পেয়েছেন মাত্র ৯ শতাংশ ভোট এবং তিনি তালিকায় মানুষের চতুর্থ পছন্দ হয়ে থেকেছেন। আর জহরলাল নেহেরুর পরে রয়েছেন মনমোহন সিং। মাত্র ৮% মানুষ মনমোহন সিং’কে সেরা প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন।

অন্যদিকে সাম্প্রতিক সময়ে নেতাদের মধ্যে জনপ্রিয় নেতা হিসেবেও মোদীকেই বেছে নিয়েছে দেশের মানুষ। ৫২ শতাংশ মানুষ মোদীকে জনপ্রিয় নেতা হিসেবে মনে করেছেন। বর্তমান সময়ে পছন্দের নেতাদের তালিকায় ছিলেন মমতা ব্যানার্জি, অরবিন্দ কেজরিওয়াল, নীতিশ কুমার, রাহুল গান্ধী। যদিও সি ভোটারের সমীক্ষায় গত বছর মোদীর পক্ষে ৫৩ শতাংশ মানুষের ভোট ছিল। এবার সেটা এক শতাংশ কমেছে।

অন্যদিকে চমকপ্রদভাবেই ভারত জোরো যাত্রার পর ১৪ শতাংশ মানুষ পছন্দের নেতা হিসেবে রাহুল গান্ধীকে বেছে নিয়েছেন, যা কিনা গত বছর ছিল ৯ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *