Suvendu, Mamata, “উনি কে? উনি তৃণমূল কংগ্রেসের নেত্রী,” মমতাকে কটাক্ষ শুভেন্দুর

আমাদের ভারত, ২৫ নভেম্বর: “বাংলার উনি কে? উনি তৃণমূল কংগ্রেসের নেত্রী। এটা একটা কোম্পানি। উনি বাংলাকে প্রতিনিধিত্ব করেন না।” মঙ্গলবার বনগাঁর জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা প্রসঙ্গে এই মন্তব্য করেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বনগাঁর সভায় কেন্দ্রের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বাংলাকে আঘাত করো না..।” এ ব্যাপারে সাংবাদিকরা

শুভেন্দুবাবুর প্রতিক্রিয়া চাইলে তিনি বলেন, “ সমগ্র বাংলাকে কেউ যদি প্রতিনিধিত্ব করে থাকেন, সেটা নেতাজি সুভাষ চন্দ্র বসু করেছেন। সমগ্র বাংলাকে কেউ যদি প্রতিনিধিত্ব করে থাকেন, সেটা স্বামী বিবেকানন্দ করেছেন। সমগ্র বাংলাকে কেউ যদি প্রতিনিধিত্ব করে থাকেন, রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন। সমগ্র বাংলাকে কেউ যদি সৃষ্টি করে থাকেন, দুই জনের নাম আসবে,  ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দ। আর আদর্শ মুখ্যমন্ত্রী যদি কেউ থাকেন, তাঁর নাম ডাক্টার বিধান চন্দ্র রায়। যিনি নিজে নন্দীগ্রামে হারেন, তিনি বাংলার প্রতিনিধি হতে পারেন না।”

সাংবাদিকরা প্রশ্ন করেন, মুখ্যমন্ত্রী বলেছেন, “দিল্লি দখল করব আমরা..।” শুভেন্দুবাবু উত্তরে বলেন, “এ কথা উনি প্রতিবার বলেন। আমি ওনার সঙ্গে ছিলাম। ২০১৯ সালে, উনিশে জানুয়ারি, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হাত তুলেছিলেন, আমিও হাত তুলেছিলাম। আমি দ্বিতীয় সারিতে ছিলাম। প্রথম সারিতে ছিলেন অখিলেশ যাদব, তেজস্বী যাদব, মল্লিকার্জুন খাড়গে, ওমর আলবদুল্লা, সতীশ মিশ্র সহ অনেক নেতারা ছিলেন। সেদিন বলেছিলেন ইউনাইটেড ইন্ডিয়া। তার পরিণাম লোক দেখেছে। এবারও অনেক কাণ্ড করেছিলেন, লোকসভা ভোটে। নরেন্দ্র মোদী ও এনডিএ-কে হারাতে পারেননি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *