জে মাহাতো, নন্দীগ্রাম, ১৩ নভেম্বর:
রাজ্যের বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর ইঙ্গিতপূর্ণ বক্তব্য নিয়ে ইতিমধ্যে রাজ্য- রাজনীতি তোলপাড় হতে শুরু করেছে। এরই মাঝে ফের কটাক্ষের সুরে নাম না করে ফিরহাদকে বিঁধতে দেখা গেল শুভেন্দুকে।
শুক্রবার কালীপুজোর উদ্বোধনে নন্দীগ্রামে উপস্থিত হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তিনি তার বক্তব্যে বলেন, “সব উৎসবে থাকি, সব সময় থাকি। আর বোমা, গুলির আওয়াজ হলে ছুটে চলে আসি। মানুষের চোখের জল পড়লে মোছানোর জন্য ছুটে আসি। শুভেন্দুবাবু প্রশ্ন তোলেন, আমফানের ধ্বংসলীলার পরে নন্দীগ্রামে কে এসেছিল? আমফান বিধ্বস্ত মানুষদের সাহায্য করতে কেউ কিন্তু এগিয়ে আসেনি। প্রত্যেকদিন এলাকায় থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করেছি। সেচ এবং পানীয় জলের পাম্পগুলো অচল হয়েছিল। পঞ্চায়েত কে সঙ্গে নিয়ে আস্তে আস্তে কাজ করেছি। তবে নিজের কথা নিজে বলা উচিত নয়। আপনারা তা সবই দেখেছেনl নিজে যারে বড় কয় বড় সে নয়, লোকে যারে বড় কয় বড় সে হয়।