স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৪ ফেব্রুয়ারি: বচসা চলাকালীন প্রকাশ্য রাস্তায় যুবককে ছুরি মেরে খুনের চেষ্টা দুষ্কৃতির।ঘটনায় চাঞ্চল্য নদিয়ার শান্তিপুরে।আক্রান্ত যুবকের নাম টুকাই নন্দী। সূত্রের খবর, নদিয়ার শান্তিপুরের আগমেশ্বরী তলার বাসিন্দা টুকাই সোমবার বিকেলে বাড়ির কাছেই রাস্তায় এক বন্ধুর সাথে গল্প করছিল। সেই সময় হঠাৎই বাবু নন্দী নামে এক যুবকের সাথে টুকাইয়ের বচসা শুরু হয়। অভিযোগ, বচসা চলাকালীন হঠাৎই টুকাইকে ছুরি দিয়ে আঘাত করে বাবু।পরে স্থানীয়রা ছুটে এসে টুকাইকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ অভিযুক্ত বাবু নন্দীকে গ্রেফতার করে।