সাথী দাস, পুরুলিয়া, ২৪ আগস্ট: ডুবে যাওয়া এক বৃদ্ধকে উদ্ধার করতে গিয়ে তলিয়ে গেলেন এক ব্যক্তি। পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার সেরেংডি গ্রাম পঞ্চায়েতের রথটার সিরকাডি গ্রামে এই ঘটনাটি ঘটে। ঘটনায় দুজনেরই মৃত্যু হয়।
গতকাল বিকেলে করম চাঁদ মাহাতো(৭০ বৎসর) নামে এক বৃদ্ধ স্থানীয় পানীকিয়া পুকুরে তার নিজের হাঁস তুলতে যান। কোনও কারণ বশত ওই বৃদ্ধ পুকুরে ডুব দেন আর উঠতে পারেননি। এদিকে পুকুরের পাড়ে থাকা লোকজনের সন্দেহ হয়। তখনই পুকুরে ডুবে যায় ওই বৃদ্ধকে খুঁজতে শুরু করেন তাঁরা। কিছুক্ষণ পরে ওই বৃদ্ধকে খুঁজে পান তাঁরা। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় বাঘমুন্ডি পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে থাকে তাঁকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
ওই পুকুরে ওই বৃদ্ধকে যাঁরা খোঁজাখুঁজি করছিলেন তাঁদের মধ্যে এক জন নিখোঁজ হয়ে যান। সন্ধ্যা হয়ে যাওয়ার ফলে এবং তাঁর খোঁজ না পেরে বাঘমুন্ডি থানাতে খবর দেন গ্রামবাসীরা। সোমবার সকাল থেকে ওই পুকুরে শুরু হয় খোঁজ। ডুবুরি নিয়ে খোঁজাখুঁজির পর দিলীপ মাহাতো (৪৩) নামে এক স্থানীয় বাসিন্দাকে পুকুর থেকে উদ্ধার করা হয়। পুকুরের জলে নীচে মৃত অবস্থায় খুঁজে পাওয়া যায় ওই ব্যক্তিকে। আজ পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে দুটি দেহেরই ময়নাতদন্ত হয়। ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।

