সাথী দাস, পুরুলিয়া, ২৭ এপ্রিল: তিনদিনের মাথায় ফের পুরুলিয়া স্টেশনে যাত্রী অসচেতনতার কারণে দুর্ঘটনা ঘটল। মঙ্গলবারের পর আজ ফের চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কোনো রকমে প্রাণে বাঁচলেন এক যাত্রী। আজ সোয়া দশটা নাগাদ পুরুলিয়া স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটে। ঘটনায় গুরুতর চোট পান ওই যাত্রী।
জানা গিয়েছে সকাল ১০.১৬ মিনিটে টাটা- দানাপুর এক্সপ্রেস ট্রেনটি ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে পুরুলিয়া স্টেশন ছেড়ে যায়। সেই সময় একজন যাত্রী চলমান ট্রেনে ওঠার চেষ্টা করেন। ভারসাম্যহীন হয়ে গেট থেকে বাইরে পিছলে পড়ে চলমান ট্রেনের সাথে প্রায় ৫০ মিটার টেনে নিয়ে যায়। ফলে লোকটি আহত হয়। এই দৃশ্য দেখে প্ল্যাটফর্মে থাকা লোকজন চিৎকার করে ট্রেন থামানোর জন্য বলেন। সঙ্গে কর্তব্যরত আরপিএফ কর্মী এবং অফিসাররা ট্রেন থামানোর ইঙ্গিত দিয়ে উচ্চস্বরে গার্ডকে ডাকেন।

ট্রেনের গার্ড জরুরি ভিত্তিতে ট্রেন থামান। ওই আহত যাত্রীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য দেবেন মাহাতো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, ওই যাত্রীর নাম মহম্মদ সাজিদ। ঝাড়খণ্ডের জামশেদপুরে বাড়ি।

