গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২৬ আগস্ট: আরামবাগে মুন্ডেশ্বরী নদীতে মদ্যপ অবস্থায় স্নান করতে নেমে জলে তলিয়ে গেল এক ব্যক্তি। ঘটনাটি আরামবাগের খানাকুলের বালিপুর এলাকার। তলিয়ে যাওয়া ব্যক্তির নাম শেখ মতিয়ার (৪৫)।
স্থনীয় সূত্রে জানাগেছে, ওই এলাকার বাসিন্দা শেখ মতিয়ার নামে ওই ব্যক্তি সোমবার দুপুরে মুন্ডেশ্বরী নদীতে স্নান করতে করতে নেমেছিল। সেই সময় নদীর জলের স্রোতে তলিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে এলাকার লোকজনরা উদ্ধারকাজ শুরু করে। খানাকুল থানার পুলিশ খবর পেয়ে, ওই যুবক খোঁজার জন্য নৌকাকে কাজে লাগায়। কয়েক ঘন্টা কেটে গেলেও ওই ব্যক্তির এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। ওই ব্যক্তিকে খোঁজে তল্লাশি চলছে।

