আমাদের ভারত, বর্ধমান, ২২ অক্টোবর: বিশ্ববাংলা পুরস্কারের জন্য পূর্ব বর্ধমান জেলার বারোটি পুজো কমিটিকে মনোনীত করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। ষষ্ঠীর বিকেলে জেলা প্রশাসনের তরফে পুজো কমিটি গুলির নাম ঘোষণা করা হয়। এদিন পূর্ব বর্ধমান জেলার সেরা পুজো, সেরা প্রতিমা মন্ডপ, ও করোনা সচেতনতা নিয়ে পুজো কমিটিকে বেছে নেওয়া হয়েছে।
পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সেরা পুজো তালিকায় বেছে নিয়েছে তিনটে পুজো কমিটিকে। যার মধ্যে এক নম্বরে আছে বর্ধমান উত্তর সদরের বড়শুল জাগরণী সংঘ, দ্বিতীয় স্থানে আছে কাটোয়ার নানাগড় সবুজ সংঘ এবং তৃতীয় স্থানে আছে বর্ধমান সদরের সবুজ সংঘ। সেরা সেরা প্রতিমার জন্য বেছে নেওয়া হয়েছে তিনটি পুজো কমিটিকে। সেরা প্রতিমা পুরস্কার পাচ্ছে কালনার পুরাতন বাস স্ট্যান্ড বারোয়ারি ব্যবসায়ী সমিতি, দ্বিতীয় স্থানে আছে কাটোয়ার আমরা সবাই ও সেরা প্রতিমার তৃতীয় পুরস্কার পাচ্ছে বর্ধমান শহরের নির্ভীক সংঘ। জেলার সেরা মণ্ডপের তালিকায় স্থান পেয়েছে আরো তিনটি পুজো কমিটি। বর্ধমান সদর উত্তরের ইয়ং মেনস অ্যাসোসিয়েশন, দ্বিতীয় সেরা মন্ডপের তালিকায় বর্ধমান শহরের কেশরগঞ্জ বারোয়ারী দুর্গোৎসব এবং তৃতীয় মন্ডপের পুরস্কারটি পেয়েছে বর্ধমান শহরের ইছলাবাদ পদ্মশ্রী সংঘ।
চলতি বছরের সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মন্ডপ ছাড়াও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সেরা কোভিড ১৯ অ্যাওয়ারনেস পুজোর জন্য তিনটে পুরস্কার ঘোষণা করেছিল জেলা প্রশাসন। সেই তালিকায় প্রথম পুরস্কারের জন্য বিবেচিত হয়েছে বর্ধমান সদর উত্তরের পাল্লারোড পল্লি মঙ্গল সমিতি, বর্ধমান সদর দক্ষিণের খন্ডঘোষ তাঁতিপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি ও বর্ধমান সদর দক্ষিণের মেমারি সারদাপল্লি অরবিন্দপল্লি রিক্রিয়েশন ক্লাব।