স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৯ মার্চ: নবদ্বীপের মণিপুরের তিনকড়ি গোষ্মামী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। প্রায় ১০ লক্ষ টাকার গয়না সহ অনান্য সামগ্রী চুরি হয়েছে।
গতকাল রাত ৯.৩০টা নাগাদ মন্দিরের সেবাইত মন্দির বন্ধ করে ছিলেন। আজ সকাল ৪.৪০টা নাগাদ মন্দির খুলতে গেলে দেখতে পান মন্দিরের গেটের তালা ভাঙ্গা অবস্থায় পড়ে আছে। তিনি বিষয়টি মন্দির কর্তৃপক্ষকে জানান। তাঁরা নবদ্বীপ থানার পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। মন্দিরের সিসিটিভি ফুটেজে একজনের ছবি ধরা পড়েছে, সেই ফুটেজ পুলিশ খতিয়ে দেখছে।
কয়েকদিন আগেই একই রকমভাবে নবদ্বীপের বিষ্ণুপ্রিয়া মন্দিরেও চুরির ঘটনা ঘটেছিল। নবদ্বীপ হেরিটেজ সিটি ঘোষণার পর নিরাপত্তার জন্য পুরো নবদ্বীপকে মুড়ে ফেলা হয় সিসিটিভি ক্যামেরায় কিন্তু তার পরও একের পর এক মন্দিরে চুরির ঘটনা কার্যত নিরাপত্তা প্রশ্ন চিহ্নের মুখে।