বিশ্বজিৎ রায়, আমাদের ভারত, হাওড়া, ২৫ এপ্রিল: লকডাউনের মধ্যেও সপ্তাহান্তের বাজারে মজে রইল হাওড়াবাসী। শনিবার হাওড়ার সবচেয়ে বড় আইসোলেশন সেন্টার ডুমুরজোলা স্টেডিয়াম সংলগ্ন নতুন বসা বাজারে গাদাগাদি করে মহানন্দে বাজার করতে দেখা গেল সকাল থেকেই। যেন উৎসব শুরু হয়েছে। চ্যাটার্জিহাট থানার কাছ থেকে বাজার সরিয়ে এখানে আনা হলেও মেলার পরিস্থিতি এখানেও।
অন্যদিকে, আন্দুল রোডের উপর হাঁসখালি পোলের উপর প্রায় এক কিমি জুড়ে রাস্তাতেই বসে গিয়েছে বাজার। অথচ এই পথ দিয়েই পূর্ব ভারতের ইন্ডিয়ান ওয়েলে ডিপো। বেশ কয়েকটি বেসরকারী নামী হাসপাতাল পরে এই রোডে।রাস্তার উপরে মেলার মত বাজার বসে যাওয়ায় বিপাকে অনেকেই। এছাড়া রামরাজাতলার বাজার শঙ্কর মাঠে তুলে আনলেও অন্য এলাকা থেকে লোক এসে বাজার করছে গাদাগাদি করে। ফলে পুলিশ মানুষকে সরাতে হিমসিম খাচ্ছে। বাজার করতে আসা মানুষের মনোভাব এমন যে তারা ভাবছেন, “মরি মরবো -খেয়ে মরবো। অন্যকে নিয়ে মরব।”