নিজস্ব প্রতিনিধি, আমাদের ভারত, ২ জুলাই , কোচবিহার: কোচবিহার কোতোয়ালি থানায় বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়ে পুলিশ ও তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপি রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। বুধবার দিলীপ ঘোষের উপর তৃণমূল কংগ্রেসের হামলার প্রতিবাদে আজ কোচবিহার কোতোয়ালি থানায় বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় কোচবিহার জেলা বিজেপি। এই কর্মসূচিতে অংশগ্রহণ করে নেতৃত্ব দেন বিজেপি রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেন, যদি তৃণমূল কংগ্রেস আশ্রিত গুন্ডাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে না পারে তবে তা বিজেপি কর্মীদের ব্যবস্থা নিতে হবে, কারণ সংবিধান আমাদের আত্মরক্ষার অধিকার দিয়েছে। এদিন তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ’কেও তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বিভিন্ন অন্যায় করেছে, চুরি থেকে শুরু করে খুন, বিজেপি ক্ষমতায় আসলে তাঁকে জেলের ভাত খাওয়ানো হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। এর পাশাপাশি এদিন তিনি পুলিশকর্মীদেরও সতর্ক করে দেন, তিনি বলেন এ রাজ্যে বিজেপির এখন যে ক্ষমতা আছে তাতে যে কোনও থানায় ঢুকে তা গুঁড়িয়ে দিতে পারে। পাশাপাশি তৃণমূলের কাটমানির টাকায় যেসব পুলিশকর্মীরা চলছে বিজেপি ক্ষমতায় এলে তাদের জুতো চাটানো হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।