আমাদের ভারত, ব্যারাকপুর, ২৬ আগস্ট: মা ও মেয়ে দুজনেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেল। ওরা করোনা আক্রান্ত হয়েছিল। সেফ হোমে থেকে চিকিৎসার পর সুস্থ হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফেরার সময় অন্যদের ভরসা দিয়ে গেল ছোট্ট মেয়ে সৃজা। অন্যদের জানিয়ে গেল ভয় পেয়ো না, করোনা মানেই মৃত্যু নয়। তাদের ভরসা জোগাতে গান গাইলো ছোট্ট সৃজা।
উত্তর ২৪ পরগনা হালিশহরের কোনা কলোনির বাসিন্দা সৃজা ভট্টাচার্য্য। সৃজা ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার মা-বাবা এবং সৃজা নিজেও করোনা আক্রান্ত হয়েছিল। এর পরেই তাদের রাখা হয় নৈহাটি বঙ্কিম অঞ্জলি স্টেডিয়ামে। সেখানে থাকার পর সৃজার বাবা-মা সকলেই সুস্থ হয়েছেন। তার বাবা দুদিন আগে বাড়ি ফিরে গেছে। সৃজা এবং তার মা গতকাল ছাড়া পেয়েছে। শ্রীজাকে এই সেফহোমে আট দিন থাকতে হয়েছিল।
এখানে আরো অনেক রোগী ভর্তি রয়েছে তাদের চিকিৎসা চলছে। তবে, আশার কথা প্রতিদিনই কিছু না কিছু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছে। সৃজাও সুস্থ হয়ে গতকাল মায়ের সঙ্গে বাড়ি ফিরে গেল। কিন্তু ওই এক রত্তি মেয়ে যাওয়ার আগে বাকিদের মনে ভরসা জুড়িয়ে গেল। বলল, কেউ হতাশ হবে না, ভেঙে পড়ো না, করোনা মানেই মৃত্যু নয়। আশা রাখো, ভরসা রাখো। তাদের মনে ভরসা জোগাতে ছোট্ট সৃজা গান গাইলো। সকলকে শোনালো বুলবুল পাখি ময়না টিয়ে আয় না জানা গান শুনিয়ে।
ক্লিক করে শুনুন শ্রীজার গান…..

