পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ জানুয়ারি: “লক্ষ্মীর ভান্ডার দিয়ে কী হবে? লক্ষ্মীকে যদি কেড়ে নেন বিষাক্ত স্যালাইন দিয়ে”। আজ পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর পর তার পরিবারকে সমবেদনা জানাতে উপস্থিত হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঠিক এভাবেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ সরকারি কাজের দাবি করেছেন তিনি।
এদিন তৃণমূলকে নিশানা করেন রাজ্যের বিরোধী দলনেতা বলেন, এতদিন তাদের টনক নড়েনি। যখনই শুনেছে আমি আসছি তখনই নেতারা বাড়িতে আসছেন। পাশাপাশি তিনি বলেন, পুলিশকে আমি জানাইনি যে আমি ওনার পরিবারের সঙ্গে দেখা করতে আসছি। তাহলে হয়তো বাড়ির লোককে তুলে নিয়ে গিয়ে বিডিও অফিসে বসিয়ে রাখত বা ডিএম অফিসে বসিয়ে রাখত। আমরা লড়াই করবো। দোষীদের আমরা শাস্তি চাই। দেবাশিস অর্থাৎ মৃত প্রসূতির স্বামী আমাদের সঙ্গে আছে। এই ঘটনার সব দোষ মুখ্যমন্ত্রীর, কারণ তিনি স্বাস্থ্যমন্ত্রীও। গত ১০ জানুয়ারি সব কিছু জানা সত্ত্বেও কেন এই স্যালাইন ব্যবহার করা হলো? পাশাপাশি এই ঘটনায় আরেক শিশুর মৃত্যু হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে, তা নিয়েও কটাক্ষ শোনা যায় শুভেন্দু অধিকারীর গলায়। কার্যত ক্ষতিপূরণের দাবি জানান বিরোধী দলনেতা।