পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ নভেম্বর: আগের লোকেরা চাকরি পায়নি, আবার পরীক্ষা নিচ্ছে, পুরানো লোকেদের কি হবে? কেন প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়? টেট নিয়ে এভাবেই বিভিন্ন প্রশ্ন তুলে দিলেন দিলীপ ঘোষ ।
মুখ্যমন্ত্রী বলেছেন, যারা ভোটার তারা সবাই এই দেশের নাগরিক। যাদের ভোটার লিস্টে নাম ওঠেনি, তাদের নাম তোলার জন্য আবেদন করতে বলেছেন। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশ থেকে যারা এসেছে তারাও জানে নাগরিকত্ব পায়নি। ভোটার হওয়া মানেই বৈধ নাগরিক হওয়া নয়, মুখ্যমন্ত্রীও জানেন। বাংলাদেশ থেকে যে সমস্ত শরণার্থী এসেছেন তারাই এখন CAA চাইছেন, খড়গপুরে একথা বলেন দিলীপ ঘোষের।
সিবিআই এর ভূমিকা নিয়ে উস্মা প্রকাশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের৷ এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সিবিআই এর ওপর ভরসা আছে, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উপরেও মানুষের ভরসা আছে। প্রয়োজনে আরো লোক নিয়োগ করতে হবে সেটা বিচারপতি গঙ্গোপাধ্যায় নিশ্চিত দেখবেন। বৃহস্পতিবার সকালে খড়গপুর শহরের চা চক্রে যোগ দিয়ে এই মন্তব্য করেন দিলীপ ঘোষ।

