কেমন হবে রেড জোনে থাকা পূর্ব মেদিনীপুরের আটটি কন্টেনমেন্ট এলাকার পরিস্থিতি!

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৯ এপ্রিল: আগামী ৩ মে পর্যন্ত লকডাউনের ঘোষণা আছে। পরবর্তী পদক্ষেপ হিসেবে কেন্দ্রীয় সরকারের গাইড লাইন মেনে রাজ্য সরকার জেলাগুলিকে তিনটি জোনে ভাগ করেছে। গ্রিন, অরেঞ্জ ও রেড এই তিনটি জোনের মধ্য পূর্ব মেদিনীপুর রেড জোনের মধ্যে রয়েছে। করোনার সংক্রমণ আটকাতে রেড জোনে থাকা পূর্ব মেদিনীপুর জেলায় আটটি জায়গাকে কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করেছে রাজ্য সরকার। এই কন্টেনমেন্ট জোন এলাকাগুলিতে লকডাউনের সময়সীমা আরো বাড়ানো হয়েছে এবং আরো কড়া হচ্ছে প্রশাসন। যে সমস্ত এলাকায় করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল অথবা যে সব এলাকায় এখনো কেউ করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসারত আছেন, মূলত সেই সব এলাকাতে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। হলদিয়া, এগরা, পাঁশকুড়া ও তমলুকের দুটি জায়গা কন্টেনমেন্ট তালিকা ভুক্ত।

আজ হলদিয়ার কন্টেনমেন্ট এলাকাগুলিতে গিয়ে দেখা গেল পুলিশের গার্ডরেল দিয়ে পুরো এলাকা ঘিরে দেওয়া হয়েছে। রয়েছে পুলিশ, সিভিক ভলান্টিয়ার। এমনকি বেশকিছু এলাকায় স্থানীয় যুবকদের নিয়ে একটি স্বেচ্ছাসেবী দল তৈরী করা হয়েছে। যারা ওই এলাকার বাসিন্দাদের কোনো কিছু প্রয়োজন হলে তারাই ব্যবস্থা করে এনে দিচ্ছে। এর জন্য একটি বিশেষ ফোন নম্বর রয়েছে ওই এলাকার জন্য। এগরা, হলদিয়ার পাশাপাশি একই রকমভাবে সুতাহাটা, পাঁশকুড়া, শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির কিছু এলাকা, মেচাদা এলাকার কয়েকটি জায়গাকে কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করে নজরদারি চালানো হচ্ছে। এসব কন্টেনমেন্ট জোনগুলিতে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে এবং নজরদারি আরো কড়া করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *