পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ মে: আমরা যেটা বলি সেটা গ্যারান্টি, আর ওরা যেটা বলে সেটা ফোর-টোয়েন্টি, ঘাটালের জনসভা থেকে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর।
আজ দাপুরে নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে, কোভিডের সময় দেব নিজে গিয়ে ঘাটালের মানুষকে রান্না করে খাবার দিয়ে আসত। ঘাটালে প্রতিবছর বন্যা হয়, আমি আসি, কী কষ্টে থাকেন এখানকার মানুষ সেটা আমি জানি। দাসপুরে সোনার হাব হচ্ছে, আপনাদের বাড়ির সামনে আপনারা কাজ করবেন। হলদিয়া থেকে মেদিনীপুর হয়ে রঘুনাথপুর যাবে করিডোর। দেব বাচ্চা ছেলে, ও হয়তো সব জানে না। আমরা আসার পর কলেজ, বিশ্ববিদ্যালয়, বিদ্যালয় অনেক হয়েছে। বিদ্যাসাগর এবং ক্ষুদিরামের জায়গায় ডেভেলপমেন্ট অথরিটি করে দিয়েছি। কয়েকটা চোর, জোচ্চোর মিলে দেশ চালাচ্ছে। আমরা যেটা বলি সেটা গ্যারান্টি, আর ওরা যেটা বলে সেটা ফোর-টোয়েন্টি।
মমতা বলেন, পরিযায়ী শ্রমিকের ২৮ লক্ষ নাম নথিভুক্ত করেছি, যারা এখনো বাইরে আছেন ফিরে আসুন, আমি কার্ড করে দেবো। দয়াকরে ভোটের লিস্টে নাম রাখুন ভোটটা দিন, নাহলে বিজেপি আসলে সবাইকে তাড়িয়ে দেবে। বাংলায় বিজেপি হচ্ছে চাকরি খেকো বাঘ। চোরেরা বিজেপিতে গেলে সবাই ঠিক, ওয়াশিং মেশিনে ঢুকলেই ক্লিয়ার। গ্রামীণ রাস্তার কাজে বাংলা প্রথম হয়েছে। কিন্তু তোমরা বাংলাকে ভাতে মারতে চাও, টাকা দাও না। আপনারা সবাই দেবকে ভোটটা দিন, দাসপুরের সভামঞ্চ থেকে ঘাটালের মানুষকে আবেদন মমতার।
তিনি বলেন, আমরা চাই বাবা সাহেব আম্বেদকরের সংবিধান বেঁচে থাক, মোদী যাক। অজিত ভুঁইঞা এক নং মেদিনীপুরিয়ান, ও মারা যাওয়ার পর ওর স্ত্রী’কে আমরা সম্মান দিয়ে বিধায়ক করেছি। এইবার দিল্লিতে মোদীকে হটিয়ে আমরা সরকার গড়বো। এবার খেলা হবে, আপনারা এবার দেবকে জিতিয়ে রেকর্ড করুন, ঘাটালের মানুষকে আবেদন মমতার।