কামারহাটিতে কি শক্তিশালী বিস্ফোরক মজুত ছিল! তদন্তে পুলিশ কমিশনার ও ফরেনসিক দল

আমাদের ভারত, ব্যারাকপুর, ৭ সেপ্টেম্বর: উত্তর ২৪ পরগনার কামারহাটিতে কি শক্তিশালী বিস্ফোরক মজুদ ছিল? এলাকার মানুষের কথা থেকে সেরকমই অনুমান পুলিশের। এলাকার মানুষ জানিয়েছেন বিস্ফোরণের সময় গোটা এলাকা ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠে। ওই বাড়ির টালির চাল উড়ে যায়, দেয়ালের একাংশ ভেঙ্গে পড়ে। আজ ঘটনার তদন্তে গেছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার এবং ফরেনসিক দল।

গতকাল রাতের বোমা বিস্ফোরণের ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে বলে জানালেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা। কমারহাটির গোলিঘাট অঞ্চলের একটি বাড়িতে রবিবার রাতে প্রচন্ড জোরে বোমা বিষ্ফোরণ ঘটে। সেই সময় ওই বাড়িতে স্থানীয় ৪ যুবক উপস্থিত ছিল। তাদের মধ্যে ২ জনের দুর্ঘটনা স্থলেই মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত দুই যুবকের নাম, মহম্ম সাজিদ (২৮) ও মহাম্মদ রাজা(২৯)। মৃত যুবকরা ওই এলাকারই বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

রবিবার রাতে যখন গলিঘাট রোডের ওই বাড়িতে বিষ্ফোরন হয় তার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তারাই বিষ্ফোরন স্থল থেকে রক্তাক্ত অবস্থায় তিন জনকে উদ্ধার করে কামার হাটি সাগর দত্ত হাসপাতালে নিয়ে যান। ৩ জনের মধ্যে দুজন কেই ডাক্তাররা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় জখম আরো এক যুবক রয়েছে বলে জানা গেছে। যদিও তার সন্ধান করছে পুলিশ।

এলাকার বাসিন্দারা কানা ঘুষ করছেন, ওই বাড়িতে শক্তিশালী বিস্ফোরক মজুত ছিলো। বিস্ফোরণে তীব্রতায় কেঁপে ওঠে গোটা এলাকা। দেখা যায় যে বাড়িতে বিস্ফোরণ হয় সেই বাড়ির দেওয়াল ভেঙ্গে পড়েছে, টালির চালের বেশ খানিকটা অংশ উড়ে গেছে।

সোমবার দুপুরে দুর্ঘটনা স্থল খতিয়ে দেখতে যান ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তাঁর সঙ্গে ছিলেন বেলঘরিয়া থানার তদন্তকারী আফিসার। এছাড়াও এদিন দুপুরে দুর্ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন ফরেনসিক দলের প্রতিনিধিরা। ৫ সদস্যের ফরেনসিক দলের প্রতিনিধিরা গোটা এলাকাটি খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করেন। বেলঘরিয়া থানার পুলিশ ওই এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে। ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা এদিন সাংবাদিকদের জানান, “রবিবার রাতে একটি দুর্ঘটনা ঘটে সেই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে
আরো ২ জন জখম রয়েছে। কামারহাটি সাগর দত্ত হাসপাতালে জখমদের চিকিৎসা চলছে। তবে কি ফেটে এই দুর্ঘটনা ঘটছে তা জানার চেষ্টা করছে তদন্তকারী ফরেনসিক দল। কি ধরনের বিস্ফোরক ছিলো বাড়ির ভেতর তা জানতেই তদন্ত শুরু হয়েছে। এই বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *