আমাদের ভারত, ৩০ আগস্ট: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপান সফরে রয়েছেন। সেখানে থাকাকালীনই পেহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে কড়া বিবৃতি দিল জাপান সরকার। ভারতের সঙ্গে একসাথে একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন তারা। সেখানে জঙ্গি হামলার বিরোধিতা যেমন করা হয়েছে, তেমনি বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে পদক্ষেপের জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে। সেই তালিকায় রয়েছে পাকিস্তানের একাধিক জঙ্গি গোষ্ঠীর নাম। এই বিবৃতির মাধ্যমে পাকিস্তানের উদ্দেশ্যে বার্তা দিল জাপান বলে মনে করছে আন্তর্জাতিক মহল।
জাপান এবং ভারতের তরফে শুক্রবার রাতে যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে তাতে সীমান্ত সন্ত্রাস সহ সকল প্রকার হিংসাত্মক চরমপন্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা রয়েছে। রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদের পর্যবেক্ষণকারী দল গত ২৯ জুলাই একটা রিপোর্ট প্রকাশ করেছিল। তাতে দা রেজিস্ট্যান্স ফ্রন্ট এর নাম রয়েছে। বিবৃতিতে এই জঙ্গি গোষ্ঠীর নাম উল্লেখ করেছে ভারত ও জাপান।
জাপানি প্রধানমন্ত্রীকে মোদী জানান, পেহেলগাঁও হামলার দায় স্বীকার করেছিল দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। যা শুনে উদ্বেগ প্রকাশ করেন জাপানের প্রধানমন্ত্রী।
বিবৃতিতে বলা হয়েছে, এই নিন্দনীয় ঘটনার সঙ্গে জড়িত অপরাধী সংগঠন এবং যারা এই কাজে অর্থ দিয়ে সাহায্য করেছেন তাদের সকলকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।
আল-কায়েদা, আইসিসি, লস্কার- ই- তৈবা, জৈশ- ই মহম্মদ ও তাদের সহযোগী গোষ্ঠীর মতো রাষ্ট্রপুঞ্জের তালিকায় যে সমস্ত জঙ্গি গোষ্ঠীর নাম রয়েছে তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে পদক্ষেপ করতে হবে। জঙ্গিদের নিরাপদ আশ্রয়গুলিকে ধ্বংস করে সন্ত্রাসবাদকে নির্মূল করার ডাক দেওয়া হয়েছে বিবৃতিতে।
এছাড়াও জাপান ও ভারতের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আইন অনুযায়ী ইউক্রেনে শান্তি-স্থাপনে কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে সওয়াল করা হয়েছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি বিশেষত গাজার কথা উল্লেখ করা হয়েছে এই যৌথ বিবৃতিতে।