আমাদের ভারত, ৭ এপ্রিল:বুধবার সিবিআইকে এড়িয়ে অনুব্রত মণ্ডলের হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে। প্রশ্ন ঘুরছে এসএসকেএমে কতদিন ভর্তি থাকবেন অনুব্রত মণ্ডল? কতদিন তার জন্য সিবিআইকে অপেক্ষা করতে হবে? এরপর কী করবে তাহলে সিবিআই? বৃহস্পতিবার বেলা গড়াতেই দেখা গেল নিজাম প্যালেস থেকে বেরিয়ে সোজা সিবিআই প্রতিনিধিদল গেল এসএসকেএম হাসপাতালে।
সূত্রের খবর অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন তারা। তার প্রকৃত শারীরিক অবস্থা কী? এই পরিস্থিতিতে স্বীকৃত ট্রিটমেন্ট প্রটোকল কী? কতদিন তাঁকে ভর্তি রাখা হবে উডবার্ণ ওয়ার্ডে? সবিস্তারে জানতে চেয়েছে সিবিআই প্রতিনিধি দল।
সূত্রের খবর বুধবার এক গুচ্ছ টেস্ট হয় অনুব্রত মণ্ডলের। বৃহস্পতিবার ফের কিছু টেস্ট হবে। শরীরে তার অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রয়েছে। হৃদযন্ত্রে তেমন কোন সমস্যা নেই। তবে রক্তে শর্করার মাত্রার উপর নজর রাখছেন চিকিৎসকরা।
আজ সকালে বাড়ি থেকে ফতুয়া পাজামা আনিয়েছেন অনুব্রত মণ্ডল। সূত্রের খবর হাসপাতালে প্রাতরাশ তিনি খাননি। বাড়ি থেকে ফ্লাস্কে করে চা ও খাবার আনিয়েছেন তিনি।
এদিকে নিজাম প্যালেস সূত্রে খবর অনুব্রত মণ্ডলকে নিয়ে স্ট্যাটাস রিপোর্ট দিল্লিতে পাঠিয়েছে সিবিআই পূর্বাঞ্চল অফিসের কর্তারা। এক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে সেই পরামর্শ তারা চেয়েছেন দিল্লির কাছে।