আমাদের ভারত, বালুরঘাট, ১৯ নভেম্বর: স্বাস্থ্যসাথী প্রকল্পটি কি? জানেন না দক্ষিণ দিনাজপুরের পঞ্চায়েত ও জেলাপরিষদের জনপ্রতিনিধিরা। মঙ্গলবার দুপুরে গঙ্গারামপুর স্টেডিয়ামে প্রশাসনিক বৈঠক করতে এসে ঘটনা জেনেই অবাক হয়ে যান খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন সভার শুরুতে নানা প্রকল্পের তদারকি করতেই উঠে আসে স্বাস্থ্যসাথী প্রকল্পের বিষয়। যা নিয়ে কিছুটা উৎসাহের সাথে মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেন পঞ্চায়েত ও জেলাপরিষদের জনপ্রতিনিধিরা সকলেই জানেন তো স্বাস্থ্যসাথী কাকে বলে। কে কে জানেন হাত তুলুন বলতেই নিশ্চুপ হয়ে যান সভায় উপস্থিত থাকা জনপ্রতিনিধিরা। শেষ পর্যন্ত তিনজনকে হাত তুলতে দেখে অবাক হয়ে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ব্যাপারে কিছুটা রুষ্ট হয়ে মুখ্যমন্ত্রী জেলার বিডিওদের নির্দেশ দেন এ ব্যাপারে পঞ্চায়েত ও জেলাপরিষদের জনপ্রতিনিধিদের ওয়াকিবহাল করতে।
যদিও পরে মুখ্যসচিব এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা করে স্বাস্থ্যসাথী কার্ডের গুরুত্ব তুলে ধরেছেন। অসুস্থ রোগীরা এই কার্ডের মাধ্যমে সরকারি ও বেসরকারি হাসপাতালে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা পাবেন সেটাও উল্লেখ করেছেন।