সুশান্ত ঘোষ, আমাদের ভারত, বনগাঁ, ১১ ডিসেম্বর: জল খাওয়ার নাম করে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার বোয়ালদহ এলাকায়। পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম মানিক সাহা।
পুলিশ সূত্রের খবর, গতকাল মানিক তার প্রতিবেশী এক গৃহবধূর ঘরে জল খাওয়ার নাম করে ঢুকেছিল। অভিযোগ, সেই সময় ওই গৃহবধূকে একা পেয়ে পিছন দিক থেকে জড়িয়ে ধরে এবং তাকে খুন করার ভয় দেখিয়ে জোর করে ধর্ষণ করে। পরবর্তীতে ওই গৃহবধূ বিষয়টি তাঁর স্বামীকে জানান। ঘটনা জানাজানি হতেই রাতে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত নেমে অভিযুক্তকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। ধৃতকে রবিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।

