পশ্চিম মেদিনীপুরে দুষ্কৃতিদের ছোড়া গুলিতে আহত স্কুল ছাত্র, ডিএসপির কাছে স্মারকলিপি জেলা কংগ্রেসের

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর , ১৯ আগস্ট, মেদিনীপুর শহরে গত এক বছরে বেশ কয়েকবার গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবারও শহরের বটতলা চকে দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে গুরুতর আহত হয়েছে এক স্কুল ছাত্র। এভাবে পরপর গুলি ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে মেদিনীপুর শহর ক্রমশই দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে উঠছে এই অভিযোগ তুলে ডিএসপি অপারেশন অর্ণব ঘোষের কাছে স্মারকলিপি জমা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস।

বুধবার জেলা কংগ্রেস সভাপতি সৌমেন খান, কংগ্রেস নেতা কুনাল ব্যানার্জি, রাজেশ হোসেনের নেতৃত্বে কংগ্রেস কর্মীরা মিছিল করে পুলিশ অফিসে যান। তাঁরা দাবি জানান, এর আগেও বেশ কয়েকবার বটতলা চক এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটেছে। পুলিশ কোনও পদক্ষেপ না নেওয়ায় এই ঘটনা দিন দিন বেড়েই চলছে। যদিও পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *