আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ মার্চ:
করোনার বিরুদ্ধে লড়াইকে সার্বিক ভাবে সফল করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আহ্বানে পশ্চিমবঙ্গে আপাৎকালীন ত্রাণ তহবিলে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ ৫০,০০০ টাকা তহবিলে দেন এবং ২৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে তৃণমূলের কর্মীরা এই তহবিলে আর্থিক অনুদান তুলে দেন। পাশাপাশি করোনার সাথে লড়াই করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের সাধারণ মানুষের কাছ থেকে সহযোগিতার যে আবেদন করেছেন সেই আবেদনের প্রেক্ষিতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে শহরবাসীদের কাছে আবেদন করা হয় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। সেই মতো শহরের বিভিন্ন ক্লাব, ব্যবসায়ী সংগঠন এগিয়ে এসে শুক্রবার প্রায় ৩০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর তহবিলে দান করেছে। উপস্থিত ছিলেন স্নেহাশীষ ভৌমিক, সমর দাস, শান্তুনু চক্রবর্তী, চন্দন রায় সহ মেদিনীপুর শহরের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।