জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: নির্বাচনের দিন এখনো ঘোষণা না হলেও পশ্চিম মেদিনীপুরের পুরসভাগুলিতে অন্যান্য রাজনৈতিক দলগুলিকে পিছনে ফেলে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট। ঘাটালে দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সোমবার সন্ধ্যায় সিপিআইএমের জেলা সম্পাদক তরুণ রায় ঘাটাল, ক্ষীরপাই ও রামজীবনপুর পুরসভার প্রার্থী তালিকা ঘোষণা করেন। কংগ্রেসের সঙ্গে জোট করে পুরভোটে লড়ার সিদ্ধান্ত হওয়ায় তাদের জন্য বেশকছু আসন ফাঁকা রেখেই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।
ঘাটাল পুরসভার সতেরোটি ওয়ার্ডের মধ্যে বারোটিতে বাম প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। কংগ্রেস তাদের দুটি জেতা আসন সহ পাঁচটিতে প্রার্থী দেবে। রামজীবনপুর পৌরসভার এগারোটি আসনের মধ্যে পাঁচটিতে নাম ঘোষণা করেছে সিপিআইএম। ক্ষীরপাই পুরসভার দশটি ওয়ার্ডের সাতটিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বামেরা। অন্য তিনটি ওয়ার্ডে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোটের কংগ্রেস প্রার্থীরা থাকবেন। জেলার খড়ার, চন্দ্রকোনা টাউন, খড়গপুর ও মেদিনীপুর পৌরসভার প্রার্থী তালিকাও কয়েকদিনের মধ্যেই প্রকাশ করা হবে বলে জেলা বামফ্রন্ট সূত্রে জানা গেছে।