জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৬ আগস্ট:
আগামী দিনের দলীয় কর্মসূচি নিয়ে আলোচনার জন্য দলের কোর কমিটির সদস্যদের নিয়ে তৃণমূল জেলা নেতৃত্ব বৃহস্পতিবার একটি সভার আয়োজন করেন। এদিন দুপুরে জেলা তৃণমূলের কোর কমিটির নেতৃত্বদের নিয়ে এই জরুরি বৈঠক ডাকেন দলের জেলা সভাপতি অজিত মাইতি। আলোচনা বৈঠকটি অনুষ্ঠিত হয় জেলা পরিষদ হলে।
অজিত মাইতি ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন ঘাটালের সাংসদ অভিনেতা দীপক অধিকারী বা দেব। জেলার সমস্ত বিধায়ক এবং জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা। জেলা সভাপতি অজিত মাইতি জানিয়েছেন, দলের বিভিন্ন কর্মসূচি নিয়ে এদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।