লক্ষ্য লোকসভা নির্বাচন, এখনই পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলে রদবদল 

জে মাহাতো, পশ্চিম মেদিনীপুর, ১৪ জুলাই:
২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে এখনই পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল সংগঠনে রদবদল করা হচ্ছে। জানা গেছে, সাংগঠনিক পরিবর্তনের সবকিছুই ঠিক হয়ে আছেl আগামী সপ্তাহের মধ্যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনক্রমে সুব্রত বক্সি কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় তা ঘোষণা করবেনl এ বিষয়ে প্রশান্ত কিশোরের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করা হয়েছে বলে খবর জানা গেছে।

পশ্চিম মেদিনীপুরের দুটি লোকসভা কেন্দ্র মেদিনীপুর এবং ঘাটালের জন্য দুটি সাংগঠনিক জেলা কমিটি গঠন করা হবেল মেদিনীপুর সাংগঠনিক জেলার জন্য নির্মল ঘোষ এবং ঘাটালের জন্য অজিত মাইতির নাম চূড়ান্ত করা হয়েছে বলে দলের বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে। একই সঙ্গে দলের যুব সংগঠনেও রদবদল হতে চলেছেl

বিভিন্ন সূত্রে খবর, মেদিনীপুরের ক্ষেত্রে শালবনি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্দীপ সিংহ কে এবং ঘাটালের জন্য সৌরভ চক্রবর্তীকে প্রাধান্য দেওয়া হয়েছেl জেলা সভাপতি ও যুব সভাপতি নির্বাচনের ক্ষেত্রে পিকের টিম এবং মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়ার উল্লেখযোগ্য ভূমিকার কথা জানা গেছে। পাশাপাশি দলের মহিলা সংগঠন, শ্রমিক সংগঠন এবং ছাত্র সংগঠনেও রদবদল করা হবে বলে জেলা তৃণমূল সূত্রের খবরl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *