জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ মার্চ: রাত পোহালেই পুরভোট গণনা। গণনা কেন্দ্রে যাতে কোনো রকম গোলমাল না হয় এরজন্য প্রস্তুত পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।
মঙ্গলবার বিকেলে সংবাদিক বৈঠকে একথা জানান পুলিশ সুপার দীনেশ কুমার। তিনি বলেন, ভোট গ্রহণ কেন্দ্রে অতিরিক্ত পুলিশ সুপার ও ডিএসপি পদ মর্যাদার আধিকারিকরা থাকবেন। ভোট পরবর্তী হিংসা ঠেকাতে তৎপর পুলিশ। প্রতিটি থানার ওসি ও আইসিদের সজাগ থাকতে বলা হয়েছে। বৈঠকে আইএসও মার্কস পাওয়া গড়বেতা ও কেশিয়াড়ি থানার ওসির হাতে স্মারক তুলে দেন পুলিশ সুপার। গত দুবছরে পুলিশ যেসব মানবিক কাজ করেছে তারও বিস্তৃত বিবরণ তুলে ধরেন তিনি।