আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ ফেব্রুয়ারি:
শুক্রবার থেকে রুটিন তল্লাশি জোরদার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। এদিন বেলদা থানার বাখরাবাদে ৬০ নং জাতীয় সড়কের উপর সমস্ত গাড়িতে তল্লাশি চালায় বেলদা থানার পুলিশ। মোটরসাইকেল, প্রাইভেট গাড়ি, পিকআপ ভ্যান সহ ছোট-বড় সব ধরনের গাড়ির কাগজপত্র খতিয়ে দেখেন। সেইসঙ্গে গাড়ির চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে কি না এনালাইজার মেশিন দিয়ে তা পরীক্ষা করা হয়। তল্লাশিতে উপস্থিত ছিলেন বেলদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম মাইতি ও সার্কেল ইনস্পেক্টর শান্তনু বসু সহ বেলদা থানার পুলিশ কর্মীরা।