Congress, West Midnapur, পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের উদ্যোগে দলের ১৪১তম প্রতিষ্ঠা দিবস পালন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ ডিসেম্বর: ভারতীয় জাতীয় কংগ্রেসের ১৪১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের উদ্যোগে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয় দিনটি। জেলা কংগ্রেস কার্যালয়ে দলের পতাকা উত্তোলন করেন জেলা কংগ্রেস সভাপতি দেবাশীষ ঘোষ। তারপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মেদিনীপুর শহর পরিক্রমা করে। শোভাযাত্রা শেষে গান্ধী মূর্তির পাদদেশে পথসভা অনুষ্ঠিত হয়।

বক্তারা দেশের স্বাধীনতার আন্দোলনে ও স্বাধীনতার পরবর্তী ভারত গঠনে কংগ্রেসের ভূমিকা তুলে ধরেন। বিশেষ করে বর্তমানে দেশের এবং রাজ্যের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে কংগ্রেসের অপরিহার্য প্রাসঙ্গিকতার উল্লেখ করেন। তারা বলেন কংগ্রেস ও ভারত একে অপরের পরিপূরক। তীর্থঙ্কর ভকত, দেবাশিস ঘোষ, শম্ভু চ্যাটার্জি, দেবী দাস মহাপাত্র বক্তব্য রাখেন।

উপস্থিত ছিলেন অরূপ মুখার্জি, কুনাল ব্যানার্জি, আশীষ মাঝি, অনিরুদ্ধ ব্যানার্জি, মহম্মদ সাইফুল, অনিল শিকারিয়া, কমল কিশোর, উজ্জ্বল মুখার্জি, অভিক মহাপাত্র, পারমিতা ঘোষ, বিষ্ণু বাহাদুর কামি, অপর্ণা ঘোষ ও পঙ্কজ পাত্র। অনুষ্ঠান পরিচালনা করেন পার্থ ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *