পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: আজ ইন্টারন্যাশনাল সাইন ল্যাঙ্গুয়েজ দিবসে পশ্চিম মেদিনীপুর অ্যাসোসিয়েশন অফ ডেফ এর পক্ষ থেকে বধির প্রতিবন্ধীদের নিয়ে একগুচ্ছ কর্মসূচি পালন করা হল খড়গপুর রাম মন্দির হলে। উপস্থিত ছিলেন ডবলুবিএফডিএস- এর ওয়ার্কিং প্রেসিডেন্ট সঞ্জীব বোস, এক্সিকিউটিভ কমিটির প্রেসিডেন্ট সোমনাথ পোলে, পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি আকিব শেড, সম্পাদক পঙ্কজ কুমার ও কোষাধ্যক্ষ প্রবীর সাহা।

সকাল দশটায় খড়্গপুর রেল স্টেশন থেকে একটি সুদৃশ্য পদযাত্রা হয়। পরে প্রতিবন্ধীদের বিভিন্ন বিষয়ে সচেতনতা মূলক কর্মসূচিতে সাংকেতিক ভাষার বিশেষ বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা। প্রজেক্টারের মাধ্যমে প্রদর্শিত হওয়া এই অনুষ্ঠানটি উপস্থিত সদস্যদের প্রথম থেকেই আকর্ষণীয় ছিল।

