জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ মার্চ: পশ্চিম মেদিনীপুরের ৭টি পুরসভাই দখলে রেখেছে তৃণমূল। তারমধ্যে ঘাটাল মহাকুমার ৫টি পৌরসভার ঘাটাল চন্দ্রকোনা ও রামজীবনপুর বিরোধীশূন্য হয়েছে। খড়ার পুরসভায় ২ টিতে বিজেপি এবং ক্ষীরপাই পুরসভায় ১টিতে নির্দল প্রার্থী জয়ী হয়েছেন। খড়্গপুরে ৩৫টি আসনের মধ্যে ২০ টিতে জিতেছে তৃণমূল। ৩৩ নম্বর ওয়ার্ডে বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় সহ মাত্র ৬ টি আসনে জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা। এছাড়া বামেরা ২ টি, কংগ্রেস ৬ টি ও নির্দল ১টি ওয়ার্ডে জয়ী হয়েছে।
মেদিনীপুর পৌরসভার ৩৫ টি ওয়ার্ডের ২০টিতে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। এছাড়াও ৩টিতে সিপিএম, ১ টিতে কংগ্রেস ও ১ টিতে নির্দল প্রার্থী জয়ী হয়েছেন।
ঝাড়গ্রাম পুরসভার আঠারোটি ওয়ার্ডের ১৬ টিতে জয়ী তৃণমূল। ১টি সিপিআই ও ১টি নির্দল প্রার্থীর অনুকূলে গেছে।