পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ ডিসেম্বর: আজ সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর শহরের ২২নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি সম্বর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে নব নির্বাচিত বিধায়ক তথা মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরাকে সম্বর্ধনা দেওয়া হয়। তিনি ছাড়াও এই ওয়ার্ডের সমস্ত বুথের সভাপতি ও কর্মীদেরও সম্বর্ধনা দেওয়া হয় ওয়ার্ড কাউন্সিলর মৌসুমী হাজরার পক্ষ থেকে। সম্বর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়।
এই ওয়ার্ডটি আবার সুজয় হাজরার নিজস্ব ওয়ার্ড। আর এই ওয়ার্ড থেকে সদ্য অনুষ্ঠিত বিধানসভার উপনির্বাচনে শহরের মধ্যে বেশি ভোটে জয়ী হয়েছেন সুজয় হাজরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মৌসুমী হাজরা, ওয়ার্ড সভাপতি তন্ময় রায় ওরফে চিন্টু। সমগ্ৰ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জেলা তৃণমূল শিক্ষক সেলের কনভেনর সুকুমার ভুঁইঞা।